নিজেস্ব প্রতিবেদক : মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে দুই দিন ব্যাপী লোকসাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিশেষ উদ্যোগে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২৯ মার্চ মঙ্গলবার ও ৩০ মার্চ বুধবার এই দুই দিন ব্যাপী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই লোকসাংস্কৃতিক উৎসব -২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী প্রমুখ ।
জেলা লোকসংস্কৃতি উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, বাউল গান, যাত্রাপালা ও বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply