নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করা হয়। রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিগন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে দোয়া মোনাজাত করা হয়।
তারপর সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ করা হয়।
বেলা এগারোটায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক বীর প্রতীক, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটি, সাবেক ডেপুটি জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম, সাবেক ডেপুটি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর হোসেন তালুকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply