নিজস্ব প্রতিবেদক : অভিনব কায়দায় মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল’সহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
২৭ মার্চ বুধবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার উদ্দেশ্যে একটি NOAH মাইক্রোবাস যোগে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে ঢাকার দিকে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টাঙ্গাইল জেলার সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে NOAH মাইক্রোবাসটির সীটের নিচে থাকা পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৬৬ (নয়শত ছেষট্টি) বোতল ফেন্সিডিল, ০১ (এক) টি সচল NOAH মাইক্রোবাস, ০৪টি মোবাইল সেট ও নগদ ১৬৫০/- (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকাসহ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সেবকদাস এলাকার মোঃ কুফর উদ্দিনের ছেলে মোঃ দুলু মিয়া (৪০), দুলাল হোসেনের ছেলে মোঃ রিপন ইসলাম (২২) ( গাড়ীর চালক), আমিনুল হকের ছেলে মোঃ মিনাজুল ইসলাম (২১),মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ রহিম বাদশা (২৭),
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত। তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply