1. admin@tangail.tv : admin :
April 18, 2025, 11:28 pm

টাঙ্গাইলে বাড়ির আঙিনায় বা ছাদে বাগান থাকলেই মিলছে উপহার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
  • 128 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। বাড়ির আঙিনা ও বাসার ছাদে গাছ লাগানোর আগ্রহ বাড়ানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের বৃক্ষপ্রেমী সাংবাদিক নওশাদ রানা সানভী। বাসা কিংবা বাড়ির আঙিনার বাগানের ছবি ফেসবুকে দিয়ে জিততে পারবেন সম্মাননা ক্রেস্ট। বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে সেই উপহার। টাঙ্গাইলের স্বপ্ন সুপার সপ ও লাইফ স্টাইল রিটেইলিং লিমিটেড এর সিইও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ’র সৌজন্যে দেয়া হচ্ছে এই উপহার। এই উদ্যোগকে সাথে আছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সাংবাদিক মির্জা শাকিল সহ অনেকে।

এই উদ্যোগে অংশগ্রহণ করে আটপুকুর একার বাসিন্দা মৌ খান বলেন, সাংবাদিক নওশাদ রানা সানভী পেইজের আমি একজন ফলোয়ার। সোমবার পেইজের একটি পোস্ট আমার নজরে আসে এবং আমি ই-মেইলে আমার ছাদ বাগানের ছবি পাঠাই। তিনি আমার বাসায় উপহার নিয়ে হাজির হন। ছাদে বাগার করে উপহার পাবো এটা কল্পনাই করতে পারিনি। আমি খুশিতে আত্মহারা। ভবিষ্যতে বৃক্ষরোপনের উৎসাহ অনেক বেড়ে গেল।

টাঙ্গাইল কালিপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর রহমান রঞ্জু’র স্ত্রী নাজমি আরা বেগম বলেন, একটু একটু করে ফুল, ফল, ঔষুধি ও শোভা বর্ধনকারি কয়েক হাজার গাছের বাগানটি তৈরি করেছি। বাগানটি আজ ৪৪ শতাংশ জায়গাজুড়ে হয়ে গেছে। বাগানের জন্য এই প্রথম পুরস্কার পেলাম, উপহার পেয়ে আমি অনেক খুশি।

শহরের বেপারি পার এলাকার ব্যবসায়ী মোর্শেদ আলী খান মাছুম বলেন, ছোট বেলা থেকেই আমি গাছ খুব পছন্দ করি। শহরের গাছ লাগানোর জায়গা না থাকায় বাসার ছাদে গাছের বাগান করেছি। এই বাগানটি বর্তমানের তাপমাত্রায় খুব উপকারে আসছে। আমার শখ ও উপকারের বাগান করে এরকম একটি উপহার পাবো কখনও চিন্তা করতে পারিনি। আমি আমার পরিবারকে দেখাতে পারবো বাসার ছাদে বাগান করেও পুরস্কার জেতা যায়। সানভি ভাইয়ের এরকম উদ্যোগ আমার জীবনে প্রথম দেখলাম। এর আগে এরকম কাজ কেউ করেছে আমার চোখে পরেনি। ছাদে বাগান থাকলেই বাসায় গিয়ে দেখে তিনি নিজ হাতে পুরস্কার প্রদান করেন।

সিনিয়র সাংবাদিক মির্জা শাকিল বলেন, রুক্ষ এই নগর জীবনে একটুকরো সবুজ, একটু বাগান যাদের আছে তারা সত্যিই ভাগ্যবান, আশাকরি সাংবাদিক সানভী এই উদ্যোগে আরো অনেকেই নিজের বারির খোলা ছাদে বা আঙিনায় বাগান করে নিজেকে এবং প্রকৃতিকে আরো সমৃদ্ধ করবেন।
নওশাদ রানা সানভী বলেন, গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করতে আমার এই ক্ষুদ্র চেষ্টা। সবুজ কে ভালোবাসুন দেশ সবুজ হবে, ছায়া দিবে, ফল দিবে, ফুল দিবে অক্সিজেন দিবে। শহরে যাদের গাছ বপন করার জায়গা নেই, তারা ছাদে অথবা বারান্দায় গাছ লাগালে কিছুটা হলেও উপকৃত হবে। গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করলে অলস সময় কেটে যাবে এবং মোবাইলের প্রতি আশক্তি কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost