1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ঈদে Touch ব্যান্ডের নতুন গান ” দুঃখের ফেরিওয়ালা “

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: কথা হলো Touch ব্যান্ডের ভোকাল লিজু বাউলার সাথে। লিজু বাউলা বললেন, গত সপ্তাহে মেসেন্জারে একটা গান পাঠালেন কুমুদিনী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, কবি কুসল ভৌমিক দাদা এবং বললেন আমার জীবনে প্রথম গান লেখা হঠাৎ রাত দুইটায় ঘুম ভেঙ্গে যায় এবং গান লেখার ইচ্ছে হয় তখনি দুঃখের ফেরিওয়ালা গানটি লিখলাম এবং সাথে সাথে আপনার চেহারাটা ভেসে উঠলো এই শহরে গানের ফেরিওয়ালা লিজু বাউলা তার কন্ঠে গানটা বেশ মানাবে। গানের কথা গুলো ভিষণ ভালো লেগেছে আমার। ইতি মধ্যে রাশেদ ইকবাল রুশো এসেছে চায়না থেকে রুশো চায়না একটা পপুলার ব্যান্ডে বাজায় এবং বড় একটা মিউজিক কোম্পানিতে জব করে বাংলাদেশে আসলে আমরা একসাথে কাজ করি। আমার অনেকগুলা গান রুশোর হাত দিয়ে করা। রুশো গিটার ধরলে একটা ভালো টিউন চলে আসে। রুশো কে কল করলাম বললো ভাই আমি ঢাকা থেকে পরসু আসবো এসে বসবো গানটা নিয়ে। যথারিতি আমাদের স্টুডিও টাচ এ বসলাম রুশো, আমি, রবিন, সুজন দা, ও দ্বীপ। সুন্দর একটা টিউন হলো এবং সাথে সাথে কম্পোজিশন করে গাইলাম গানটা। এবং পরদিন রেকর্ড করলাম আমাদের স্টুডিওতে আমাদের গানের বৈশিষ্ট্য আমরা স্টেজে যা বাজাই তাই রেকর্ড করি কোনো প্রকার ফেক মিউজিক ব্যাবহার করি না যা স্টেজে বাজাতে পারবোনা। তৈরি হয়ে গেলো দুঃখের ফেরিওয়ালা। গানটি কম্পোজিশন করেছেন রাশেদ ইকবল রুশো, লিড গিটার – রুশো, লিড গিটার- রবিন, বেজ গিটার – দ্বীপ সাহা, ড্রামস- সুজন ভৌমিক, ভোকাল – লিজু বাউলা। গানটির মিক্স মাস্টার করেছেন টাঙ্গাইলের আরেক গুনি লিজেন্ট গিটারিস্ট কম্পোজার রোমান রহমান। রোমান ভাই সব সময় আমাদের সাপোর্ট দিয়ে থাকেন। গানটি ভিডিও প্রডাকশন করেছেন Vdot এর কর্নধার প্রান্ত। টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় গানটির শুটিং করা হয়েছে। আসাকরি গানটি সকল শ্রেনী পেশার মানুষের ভালো লাগবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেনো ভালো ভালো গান উপহার দিতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost