নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী ধুবড়িয়ায় প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ‘২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ই জুন) বিকেলে, ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কোহিনুর স্পোটিং ক্লাব ও ধুবড়িয়া গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন দূর্জয় খান ফুটবল একাডেমী সাটুরিয়া, মানিকগঞ্জ বনাম এস এম নূরুল হুদা স্মৃতি সংঘ তেবাড়িয়া, নাগরপুর, টাঙ্গাইল।
প্রয়াত ব্যারিষ্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আহবায়ক মো. জাহিদুর রহিম কালুর সভাপতিত্তে ও যুগ্ন আহবায়ক শাহাবুল আলম দুলালের সঞ্চালনায়, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রগতির সাবেক একাউন্টিং ম্যানেজিং ডাইরেক্টর এম এইচ খান বাদল, সিটি কর্পোরেশনের সিবিএ নেতা আহম্মেদ হোসেন খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী শামীম চৌধূরী বাবু, অষ্টেলিয়া প্রবাসী মো. আরিফুল হক আরিফ, টুর্নামেন্ট কমিটি ও কোহিনুর স্পোটিং ক্লাবের সাধারণ সম্পদক আতিকুর রহমান খান কালাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শহীদুল আলম শহীদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, মো. মোতালেব হোসেন পলাশ, মো. মনিরুল হক মনি মিয়া, সাবেক উপ-পরিদর্শক নূরুল হাদী মিহিনুর, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জহুরুল হক, জাতীয় সঙ্গীত শিল্পী জাবির ইমাম খান শাহী, কোহিনুর স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি কাজী গোলাম মাহাবুব বাবু, গোলাম মোহাম্মদ শাজাহান, সাবেক জি এম ক্রাউন সিমেন্ট, প্রভাষক সালাম হোসেন খান সিজার, সমাজ সেবক একে শফিকুর রহমান পিটার, লেখক ও সমাজসেবক ওয়ালিউল আলম, সাবেক ছাত্রনেতা আনিছউল হক শাহীন। ৭০ মিনিট ফুটবল খেলায় হাড্ডা-হাড্ডি লড়াইয়ে দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া বনাম এস এম নূরুল হুদা স্মৃতি সংঘ তেবাড়িয়া কোন পক্ষই গোল করতে পারেনি। পরে খেলাটি কমিটি ও রেফারির সমন্নয়ে ট্রাইব্রেকারে সাটুরিয়া-০৪ ও তেবাড়িয়া-০৩ গোলে সমাপ্ত হয়ে ফাইনাল খেলায় দূর্জয় খান ফুটবল একডেমী সাটুরিয়া চ্যাম্পিয়ন হয়।
খেলায় অতিথিদের হাত থেকে বিজয় ট্রফি গ্রহণ করেন। ফাইনাল খেলাটি উপভোগ করতে আশেপাশে কয়েকটি উপজেলা প্রায় কয়েক হাজার নারী-পুরুষ মাঠের চারপাশে অবস্থান করে। মাঠে ভলানটিয়ারদের টি-শার্ট স্পন্সর করেন, ধুবড়িয়া ব্রার্দাস।
Leave a Reply