1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

মুফতি গোলাম মোস্তফা (রহ.) স্মরণে মধুপুরে বিশাল মাহফিল, ঘোষণা হলো কল্যাণ ট্রাস্ট

শেখ মাহদী হাসান শিবলী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মধুপুর প্রতিনিধি : দীর্ঘ ১৩ বছর পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী ভট্টবাড়ি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো বিশিষ্ট আলেমে দ্বীন, জামিয়া নিজামিয়া দারুস্সুন্নাহ বানুরগাছি মাদ্রাসার সাবেক মুহতামিম মুফতি গোলাম মোস্তফা (রহ.) স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল। বৃহস্পতিবার (১২ জুন) বাদ জোহর শুরু হওয়া এ মাহফিলে দেশজুড়ে আগত হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ঈদগাহ ময়দান পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সিংহপুরুষ” খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। প্রধান আলোচকের আসনে ছিলেন গোলাম মহিউদ্দিন ইকরাম (ঢাকা)। সভার সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন মুফতি মুস্তাফিজুর রহমান (পটিয়া মাদ্রাসা)।

বক্তারা মুফতি গোলাম মোস্তফা (রহ.)-এর ইলমী ও দাওয়াতি অবদান, ত্যাগ-তিতিক্ষা ও আদর্শময় জীবনের উপর গুরুত্বারোপ করেন। অনেকেই আবেগঘন স্মৃতিচারণ করেন, যার ফলে পুরো মাহফিলে সৃষ্টি হয় এক আত্মিক পরিবেশ।

মাহফিলে “মুফতি গোলাম মোস্তফা কল্যাণ ট্রাস্ট”-এর ঘোষণাও ছিল এক বিশেষ আকর্ষণ। এই ট্রাস্টের মাধ্যমে মরহুমের আদর্শ বাস্তবায়ন ও ছড়িয়ে দিতে শিক্ষা, মানবসেবা এবং দাওয়াতি কাজে বিভিন্ন কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ২৫ মে এই বরেণ্য আলেম ইন্তিকাল করেন। তার ইন্তিকালের পর এই প্রথম এত বড় পরিসরে কোন আনুষ্ঠানিক স্মরণসভা আয়োজন করা হলো। এলাকাবাসী ও তার অসংখ্য ছাত্র-অনুরাগীদের মধ্যে এ আয়োজন ঘিরে ছিল গভীর আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost