1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

যমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৪৩ লাখ টাকার টোল আদায়

ফরমান শেখ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে এবং যানবাহন পারাপার হয়েছে ৪৯ হাজার ১৮২ টি।

শনিবার (১৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১২ জুন) রাত ১২টা থেকে শুক্রবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।

অপরদিকে, ঢাকাগামী ৩০ হাজার ৮১৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। একদিন আগের তুলনায় শুক্রবার ১০ হাজার ৬৪৩টি বেশি যানবাহন পার হয়েছে।সেতু দিয়ে প্রতি মিনিটে ৩৪টি যানবাহন পারাপার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost