1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলো প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। শনিবার বিকেলে শহরের আকুর টাকুর পাড়া বটতলা আশ্রম, ছোট কালিবাড়ী ও আদালতপাড়া বড় কালিবাড়ী মন্ডপ, সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন তারা।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম, দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী, সহকারি কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১২৪৭ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost