নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইলের গোপালপুরে মাদক সেবনের দায়ে এক ছাত্রলীগ ও এক যুবলীগের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদের এক মাসের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গোপালপুর সরকারি কলেজ শাখার আহবায়ক। এছাড়া গ্রেপ্তার খোকন যুবলীগ নেতা।
বুধবার (২২ ফেব্রুয়ারি ) বিকেলে গোপালপুর পৌরসভার একটি এলাকা থেকে তাদের পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।
পরে গোপালপুর থানা পুলিশ তাদের দুইজনকে ওইদিনই কারাগারে প্রেরণ করে।
জানা গেছে, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন এর আগেও মাদক মামলায় চার মাস কারাবরণ শেষে ১৫ দিন আগে মুক্তি পান। এরপর আবারও মাদক সেবন করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড এবং ৫শ টাকা করে অর্থদন্ড করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগেও ছাত্রলীগ নেতা মাদকের কারণে হাজত বাস করেছে।
Leave a Reply