নিজস্ব প্রতিবেদক।। মিনিস্টার আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা (১৯তম পুরুষ) ২০২২-২০২৩ এর ফাইনালে কিশোরগঞ্জ জেলা দলকে ৩-২ সেটে হারিয়ে টাঙ্গাইল জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।
০১ জুন বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং মিনিস্টার হাইটেক পার্ক এর পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপুর্ন খেলা উপভোগ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর যুগ্ম সম্পাদক এড. ফজলে রাব্বী বাবুল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখার অনুপম প্রমুখ।
Leave a Reply