নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইল সদরের পোড়াবাড়ি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘সর্বস্তরে বাংলা ভাষা:শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪জুন মঙ্গলবার দুপুরে ছায়ানীড়ের পরিচালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রতন চন্দ্র সাহা, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক শাহানাজ রহমান, কবি নাহিদ হুসনা, পোড়াবাড়ি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
কর্মশালায় পোড়াবাড়ি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply