1. admin@tangail.tv : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

ধনবাড়ীতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত ধনবাড়ী উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। বিভিন্ন বিল ও পরিত্যাক্ত জমি থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুক‚ল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে মনে করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ইউনিয়ন ও পৌরসভাসহ ১৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। বিঘাপ্রতি ৪০ মণ হিসাবে প্রায় ২৪ হাজার মেট্রিক টন ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ভুট্টা চাষে উপজেলার কৃষকরা বেশি ঝুঁকে পড়ছে। ভুট্টা চাষে স্ব অল্প অথচে ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি বেড়েছে। ভুট্টা চাষে বিঘাপ্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি ৪০ মণ ভুট্টার ফলনে বিক্রি হতে পারে ২৫ হাজার টাকা।

উপজেলার যদুনাথ পুর ইউনিয়নের মমিনপুর গ্রামের কৃষক রশিদ আকন্দ জানান, যে জমিতে আগে বোরো চাষ করা হতো সে সব জমির অনেকগুলোতেই আমরা এবার ভুট্টা চাষ করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। ভুট্টার পাতা গো-খাদ্য ও গাছ জ্বালানী হিসাবে ব্যবহার করা যায় তাই আমরা ভুট্টা চাষ করেছি ।

মুশুদ্দি ইউনিয়নের শয়া গ্রামের কৃষক তারেক মাহমুদ জানান, আমাদের এলাকা রবি শস্যের জন্য বিখ্যাত হলেও খরচ অনেক বেশি অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচও কম দামেও বেশি- তাই এবার ভুট্টা চাষ করছি। আশা করি ফলনও বাম্পার হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে।

উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, গত বছরের তুলনায় এবার মুশুদ্দি ইউনিয়নে ভুট্টার আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে এবং নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ পরামর্শ দিয়ে আসছি।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান জানান, সব ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। যাতে করে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ, সারের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। এবার ভুট্টার চাষ ভালো হয়েছে আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost