1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

যৌথ অভিযানে গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পঠিত

গোপালপুর প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। অভিযানে হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ি থেকে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বাংলা মদ এবং মাদক বিক্রির নগদ ৩,৯৫,৭০০ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন: অপূর্ব (২৫), শয়ন (১৫) এবং শাখারিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪২)। অভিযানের সময় মদ তৈরি ও সংরক্ষণের বিভিন্ন উপকরণ জব্দ করে সেগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ৩৭ আর্মি এডি রেজিমেন্টের ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক। তাঁর সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এবং টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

অভিযান-পরবর্তী এক বিবৃতিতে এসিল্যান্ড মো. নাজমুল হাসান জানান, “জব্দকৃত মালামাল, নগদ অর্থ ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করবে। এদের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় বাসিন্দারা এমন সফল অভিযানের জন্য যৌথ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost