টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এর আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা হতে প্রেরিত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৭ এপ্রিল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আহত ‘সি’ ক্যাটাগরির ২৪৯ জনের হাতে প্রত্যেক জনকে ১লাখ করে টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইতোপূর্বে গত ২৪ মার্চ জুলাই গণ-অভ্যুত্থানে আহত ‘এ’ ক্যাটাগরির ৮জনের প্রত্যেককে ২ লাখ টাকা ও ‘বি’ ক্যাটাগরির ৭ জনের প্রত্যেককে ১লাখ করে টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ পরবর্তী সময়ে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছাত্র সমন্বয়কদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এবং সিভিল সার্জনের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্বাবধানে যাচাই বাছাই করে আহতদের তালিকা প্রস্তুত করা হয়।
Leave a Reply